দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর জয়

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২২, ১১: ৩৩

কুমিল্লার দেবিদ্বারে ইউপি নির্বাচনে ভানী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হাজি জালাল উদ্দীন ভূঁইয়া বিজয়ী হয়েছেন। গতকাল বুধবারের নির্বাচনে নোয়াগাঁও কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া বাকি আটটি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

ভানী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হাজি জালাল উদ্দীন ভূঁইয়া মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৩০৭। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মুকুল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯৯৩টি। এই নির্বাচনে মোট ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হারুনুর রশিদ অটোরিকশা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫১৩টি, চশমা প্রতীকে গোফরানুল করিম পেয়েছেন ১ হাজার ১৬৫টি, টেবিল ফ্যান প্রতীকে মো. বাহাদুর পেয়েছেন ২২ ভোট, আক্তার হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ১৫ ভোট, আবুল কালাম আজাদ টেলিফোন প্রতীকে পেয়েছেন ৭৬ ভোট, মাহবুবুল হাসান রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ২১ ভোট, রহুল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট, হাবিবুর রহমান খান আনারস প্রতীকে পেয়েছেন ৮১ ভোট। এ ছাড়া এই নির্বাচনে ৪১ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য ১০ জন প্রার্থীসহ মোট ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নের মোট ভোটার ২০ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ২৫৫টি। 
 
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনের আগের দিন ৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে জেলা রিটার্নিং অফিসার মো. আজহারুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে নির্বাচন স্থগিত করেন। স্থগিতকৃত ভানী ইউনিয়নের নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর ওই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান নুরুজ্জামান ভূঁইয়া মুকুলের স্ত্রী তাহমিনা আক্তার মুকুল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত