কক্সবাজার প্রতিনিধি
পাকস্থলীতে ইয়াবা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও একজনকে (বোনের স্বামী) আটক করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আকতার হোসেন (৩২), তাঁর স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। তথ্য পেয়ে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়।
একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হই। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
দিদারুল আলম বলেন, কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁরা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।
দিদারুল আলম বলেন, দুই বোনকে আটকের পরে প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্স-রে করা হয়। এতে তাঁদের পেটে ইয়াবার চালান থাকার সত্যতা মেলে। এরপর বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
তাঁদের স্বীকারোক্তি মতে, ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
পাকস্থলীতে ইয়াবা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও একজনকে (বোনের স্বামী) আটক করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আকতার হোসেন (৩২), তাঁর স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। তথ্য পেয়ে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়।
একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হই। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
দিদারুল আলম বলেন, কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁরা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।
দিদারুল আলম বলেন, দুই বোনকে আটকের পরে প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্স-রে করা হয়। এতে তাঁদের পেটে ইয়াবার চালান থাকার সত্যতা মেলে। এরপর বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
তাঁদের স্বীকারোক্তি মতে, ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের সরকারি ছাগলফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
৫ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৬ ঘণ্টা আগে