Ajker Patrika

‘আই ফেইলড অ্যাজ আ হিউম্যান’, চবি ছাত্রীর সুইসাইড নোট

চবি সংবাদদাতা
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২: ৪৯
চবি ছাত্রী তাজরিয়ান আহমেদ সোয়ারার সুইসাইড নোট। ছবি: আজকের পত্রিকা
চবি ছাত্রী তাজরিয়ান আহমেদ সোয়ারার সুইসাইড নোট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

ওই শিক্ষার্থীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তার ওই ঘর থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি, আই ফেইলড অ্যাজ আ হিউম্যান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আজকের পত্রিকাকে বলেন, ‘খোঁজ পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি, মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাঁকে থানায় পাঠানো হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত