৯০টি আসন ফাঁকা রেখেই কুবিতে প্রথম বর্ষের ক্লাস রোববার

কুবি প্রতিনিধি 
Thumbnail image
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে রোববার। তবে বিশ্ববিদ্যালয়ে এখনো কোটার ২৫ টিসহ মোট ৯০টি আসন ফাঁকা রয়েছে।

আজ শনিবার ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ১ হাজার ৩০টি আসনের মধ্যে ৬৫টি এবং কোটায় আমরা এবার ৫৬টি আসনের বরাদ্দ দিয়েছিলাম। সেখান থেকে ২৫টি আসন ফাঁকা রয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে।’ এ ছাড়া সিট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। এ ছাড়া বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়। পরে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে ভর্তি কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত