নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্যদের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এঁদের মধ্যে জিকু ও গোপালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা থানার উদ্দেশে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চকবাজারের কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলার শিকার যুবকেরা একটি মোড়ে দাঁড়িয়েছিলেন।
পরে হঠাৎ তাঁদের তাড়া করেন হামলাকারীরা। এঁদের মধ্যে জিকু নামে এক যুবককে মাটিতে ফেলে আঘাত করতে থাকেন হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনার ঘটে।
এঁদের মধ্যে রাজু স্থানীয় কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সালে চমেক হাসপাতালের এক ডাক্তারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজু। পরে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা ও জিডি থাকার তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সদস্যদের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এঁদের মধ্যে জিকু ও গোপালকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা থানার উদ্দেশে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চকবাজারের কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় হামলার শিকার যুবকেরা একটি মোড়ে দাঁড়িয়েছিলেন।
পরে হঠাৎ তাঁদের তাড়া করেন হামলাকারীরা। এঁদের মধ্যে জিকু নামে এক যুবককে মাটিতে ফেলে আঘাত করতে থাকেন হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনার ঘটে।
এঁদের মধ্যে রাজু স্থানীয় কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সালে চমেক হাসপাতালের এক ডাক্তারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজু। পরে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা ও জিডি থাকার তথ্য পাওয়া গেছে।
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রী প্রাণ হারিয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো ওই গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে পাখি আক্তার (৭) ও সাইফুর রহমান মাসুদের মেয়ে আলিশা খাতুন (৭)।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে নিজবাসায় এক নারী পোশাকশ্রমিকের গলাকাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন তাঁর স্বামী। নিহত নারীর নাম তানজিনা বেগম (২৩)। তিনি নেত্রকোনার বাসিন্দা। তিনি পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে নগরীর পতেঙ্গা থানার খালপাড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দ
১৮ মিনিট আগেচট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৬তম আসরের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে আবারও পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা।
২০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় স্থলমাইন বিস্ফোরণে একটি গরুর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চেলিরটাল চোরাই পথ দিয়ে গরুর একটি পাল পারাপার করার সময় এ ঘটনা ঘটে। এতে একটি গর
২২ মিনিট আগে