বইমেলার উদ্বোধনে আগরতলায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮: ৫৪
Thumbnail image

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বইমেলা উদ্বোধন করতে গেলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতে এক ও অভিন্ন সংস্কৃতির আদা-প্রদান চলছে। স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে আগরতলায় ৪০তম বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বইমেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করে থাকি। ভারত সরকারের আমন্ত্রণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। এ ছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বিষয় ও সাংস্কৃতিক মতবিনিময় নিয়ে আলোচনা হবে।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী সড়কপথে আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, কসবা আখাউড়া সার্কেলের এসপি কামরুল হাসান, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত