কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২২: ১১
Thumbnail image

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

আজ বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান এই ফল চূড়ান্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল লতিফ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন প্রমুখ।

সিভাসু কর্তৃপক্ষ জানায়, এবার ১০০ নম্বরের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ৫০, আর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ৬৯ দশমিক ৫০। ফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীরা ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ২ নভেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ হবে।

এর আগে গত ২৫ অক্টোবর সিভাসুর সার্বিক তত্ত্বাবধানে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সারা দেশের ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন তিন হাজার ৭১৮টি। ভর্তি-ইচ্ছুক ৭৫ হাজার ১৭ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৫১ হাজার ৮৩৬ জন।

কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আসনসংখ্যা হচ্ছে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত