Ajker Patrika

চট্টগ্রামে সাবেক মেয়রসহ ৮১ জনের নামে হত্যাচেষ্টার মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০: ৪৫
চট্টগ্রামে সাবেক মেয়রসহ ৮১ জনের নামে হত্যাচেষ্টার মামলা 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়রসহ ৮১ জনের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আজ রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করেন সুমন দাশ (৩৯) নামে এক ভুক্তভোগী। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার মাইজদী ইউনিয়নের বাবুল চন্দ্র দাশের ছেলে। 

মামলার আসামিরা হলেন চসিকের সাবেক মেয়র রেজাউল করিম, কাউন্সিলর এসরারুল হক এসরাইল, কাউন্সিলর আশরাফুল আলমসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের ৮১ জন নেতা-কর্মীর নাম রয়েছে। মামলায় আরও ৬৯ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ঘটনার দিন দুপুরে আসামিরা অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটান। 

এ সময় বাদী প্রাণ বাঁচাতে বহদ্দারহাট কাঁচাবাজারের দিকে দৌড় দিলে আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে শিক্ষার্থীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। ঘটনার সময় আসামিরা সেখানে আরও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিসহ মারধর করে রক্তাক্ত জখমের কথা উল্লেখ করা হয়। 

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত