হাতিয়ার মেঘনায় জেলেদের দুপক্ষের গোলাগুলি, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৫২
Thumbnail image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানা গেছে। 

এদিকে ঘটনার পর থেকে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন জেলেরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরসংলগ্ন ঠেঙ্গারচর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২৬) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নূর আলম মিয়া (২৮)। 

নিখোঁজ জেলেরা হলেন রাজু, জুয়েল, আব্দুর রহমান, হোসেন ও ইসমাইল। 

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর সন্দীপ ও ঠেঙ্গারচর অংশে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন। কিছুদিন আগে মেঘনা নদীর মাছ শিকারের এই খোপ দখলের চেষ্টা চালান সুবর্ণচরের কেফায়েত মেম্বার। গতকাল বুধবার সন্ধ্যায় কেফায়েত মেম্বারের লোকজন ঠেঙ্গারচর এলাকার ওই খোপ দখল করতে যায় এবং জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় মাইন উদ্দিন ও অলি মাঝির লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মাইন উদ্দিন ও অলি গ্রুপের দুজন গুলিবিদ্ধ হন। পরে ভাসানচর ও সন্দীপ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষই পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় ভাসানচর কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।’ 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘনায় দুই পক্ষের গোলাগুলির খবর আমরা পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পেয়েছি। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত