Ajker Patrika

রামগড়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩৭
রামগড়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। 

আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছ। গতকাল সোমবার দিবাগত রাতে আসামিকে গ্রেপ্তার করে রামগড় থানার পুলিশ। এরও আগের দিন রোববার রাতে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রহমত উল্লাহ (৩২)। তিনি ফটিকছড়ি উপজেলার ১ নম্বর বাগান বাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. শামসুল হুদার ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই পাহাড়ি নারীর (১৮) স্বামীর নিজস্ব একটি মিশ্র ফল বাগানের পাহারাদার ছিলেন রহমত উল্লাহ। ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়লে রহমত উল্লাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে অন্ধকারে পালিয়ে যান রহমত উল্লাহ। 

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রযুক্তির সহযোগিতায় অভিযোগের তিন ঘণ্টার মধ্যে গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত