নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আজ শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবন, ট্রাফিক পুলিশ বক্স, যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় হামলা–ভাঙচুর এবং এক সংসদ সদস্যের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ হয়। এ হামলার পর রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা মীর হেলাল ও এরশাদ উল্লাহর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে।
নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে সঙ্গে অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, বিএনপি নেতা মীর হেলাল ও এরশাদ উল্লাহর বাসা বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে।’
ডা. শাহাদাত হোসেনের বাসা নগরের পাঁচলাইশ থানার বাদশা মিয়া সড়কে। সেখানে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো অফিস রয়েছে। ভাঙচুরের ঘটনায় সাংবাদিকেরা বেশ আতঙ্কে ছিলেন। মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেলের পাশে মীর হেলালের বাসায়ও হামলা করা হয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা টাইগারপাস, জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন। সন্ধ্যা ৬টার দিকে ২ নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করা হয়। এর পরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আহত চারজনই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা মোটামুটি ভালো।’
এর আগে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘রক্ত দিয়েছি, খুনিদের সঙ্গে কোনো আপস নয়। খুনিদের সঙ্গে কোনো বৈঠক নয়, কোনো আলাপ নয়। আমাদের আলাপ পরিষ্কার; দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ।’
রাফি বলেন, ‘এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, আমরা বক্তৃতা দিতে আসিনি। গল্প বলতে চাই না, আপনারা সবই জানেন। গতকাল বলেছিলাম একটা বুলেট চালাবেন না, ফলাফল ভালো হবে না। কিন্তু আপনারা আমাদের কথা শুনেননি। আপনারা ঢাকা, সিলেট, রংপুরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইদের হত্যা করেছেন।’
আরও পড়ুন:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আজ শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবন, ট্রাফিক পুলিশ বক্স, যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় হামলা–ভাঙচুর এবং এক সংসদ সদস্যের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ হয়। এ হামলার পর রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা মীর হেলাল ও এরশাদ উল্লাহর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে।
নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে সঙ্গে অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, বিএনপি নেতা মীর হেলাল ও এরশাদ উল্লাহর বাসা বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে।’
ডা. শাহাদাত হোসেনের বাসা নগরের পাঁচলাইশ থানার বাদশা মিয়া সড়কে। সেখানে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো অফিস রয়েছে। ভাঙচুরের ঘটনায় সাংবাদিকেরা বেশ আতঙ্কে ছিলেন। মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেলের পাশে মীর হেলালের বাসায়ও হামলা করা হয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা টাইগারপাস, জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন। সন্ধ্যা ৬টার দিকে ২ নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করা হয়। এর পরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আহত চারজনই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা মোটামুটি ভালো।’
এর আগে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘রক্ত দিয়েছি, খুনিদের সঙ্গে কোনো আপস নয়। খুনিদের সঙ্গে কোনো বৈঠক নয়, কোনো আলাপ নয়। আমাদের আলাপ পরিষ্কার; দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ।’
রাফি বলেন, ‘এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, আমরা বক্তৃতা দিতে আসিনি। গল্প বলতে চাই না, আপনারা সবই জানেন। গতকাল বলেছিলাম একটা বুলেট চালাবেন না, ফলাফল ভালো হবে না। কিন্তু আপনারা আমাদের কথা শুনেননি। আপনারা ঢাকা, সিলেট, রংপুরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইদের হত্যা করেছেন।’
আরও পড়ুন:
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
২৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে