অনিয়মের অভিযোগ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান তদন্তের মুখে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ১৭: ০৫
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৭: ৩৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করবে মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ৫ এপ্রিল পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।  পত্রে আরও জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন শাখার যুগ্ম সচিব মো. কামাল হোসেন তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করবেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত করার ব্যাপারে তাঁকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কবে এই তদন্ত করা হবে, সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর লিখিত অভিযোগ দেন জেলা পরিষদের আটজন সদস্য।

তাঁরা হলেন—আখাউড়ার সাইফুল ইসলাম, সরাইলের পায়েল হোসেন মৃধা, নাসিরনগরের সামসুল কিবরিয়া, আশুগঞ্জের বিল্লাল মিয়া, বাঞ্ছারামপুরের আবুল কালাম আজাদ, বিজয়নগরের বাবুল আক্তার, সদর উপজেলার বাবুল মিয়া ও সংরক্ষিত সদস্য বিউটি কানিজ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত