হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের লক্ষণ্যা ও আশপাশের পাড়া-গ্রামে ৫০ পরিবারের বসবাস। তবে এই গ্রামের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। স্কুলে যেতে শিশুদের এই দীর্ঘ পাহাড়ি পথ পেরোতে হয়; বর্ষাকালে ভোগান্তি আরও বেড়ে যায়। সব মিলে এই এলাকার শিশুদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে, অনেকেই নিরক্ষর থেকে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে শিশুদের পড়াশোনার স্বার্থে এলাকায় একটি স্কুল নির্মাণের দাবি জানিয়েছে লক্ষণ্যা পাড়াবাসী।
গ্রামপ্রধান জ্ঞাননন্দ চাকমা বলেন, `আমাদের একটা স্কুল খুবই দরকার। অন্তত ইউনিসেফের পাড়া কেন্দ্র হলেও চলবে। পাহাড়ি পথে বড়রাই ঠিকমতো চলতে পারে না, সেখানে বাচ্চাদের আরও বেশি দুর্ভোগ পোহাতে হয়। পথের দূরত্ব বেশি হওয়ায় বাচ্চারা স্কুলে যেতে চায় না। এতে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।'
ওই গ্রামের গীতা চাকমা (৩০) বলেন, `আমার ছেলে স্কুলে যাওয়ার উপযোগী হয়েছে। কিন্তু স্কুল অনেক দূরে হওয়ায় যেতে পারছে না। আমাদের গ্রামে একটি স্কুল খুবই দরকার। পাড়া কেন্দ্র হলেও চলবে। অন্তত অ আ জানবে। আমরা গ্রামবাসী মিলে একজন শিক্ষক রেখেছি। কিন্তু ছেলেমেয়ে বেশি হওয়ায় একজন যথেষ্ট নয়। স্কুল হলে আরও ভালো হয়।'
গৃহশিক্ষক প্রদীপ চাকমা বলেন, গ্রামের ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে হেলায় দিন পার করছে। বর্তমান সরকার সম্প্রতি ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। দেশে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে না বলে ঘোষণা দিয়েছে। এতে লক্ষণ্যা পাড়ার মতো রাঙামাটির শত শত এলাকার শিশুর শিক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
লক্ষণ্যা পাড়া গ্রামে স্কুলের সংকটের কথা স্বীকার করে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `এসব এলাকায় স্কুল স্থাপন করা দরকার। না হলে আমাদের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকে যাবে।' লক্ষণ্যা পাড়ার মতো আরও অনেক পাড়ায় স্কুল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ সুপারিশ চাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, `বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন করতে হলে পাহাড়ের শিশুদের পড়াশোনার দিকে গুরুত্ব দিতে হবে। এসব এলাকার শিশুরা নিরক্ষরতা সরকারের অর্জনকে পেছনে টানবে। পাহাড়ে অনেক এলাকা এখনো অন্ধকারে আছে। ওই সব এলাকায় স্কুল প্রতিষ্ঠা করা, সেগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া ও বেতনের ব্যবস্থা করা খুবই জরুরি। না হলে আমরা এসডিজি লক্ষ্য অর্জন করতে পারব না।'
রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের লক্ষণ্যা ও আশপাশের পাড়া-গ্রামে ৫০ পরিবারের বসবাস। তবে এই গ্রামের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। স্কুলে যেতে শিশুদের এই দীর্ঘ পাহাড়ি পথ পেরোতে হয়; বর্ষাকালে ভোগান্তি আরও বেড়ে যায়। সব মিলে এই এলাকার শিশুদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে, অনেকেই নিরক্ষর থেকে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে শিশুদের পড়াশোনার স্বার্থে এলাকায় একটি স্কুল নির্মাণের দাবি জানিয়েছে লক্ষণ্যা পাড়াবাসী।
গ্রামপ্রধান জ্ঞাননন্দ চাকমা বলেন, `আমাদের একটা স্কুল খুবই দরকার। অন্তত ইউনিসেফের পাড়া কেন্দ্র হলেও চলবে। পাহাড়ি পথে বড়রাই ঠিকমতো চলতে পারে না, সেখানে বাচ্চাদের আরও বেশি দুর্ভোগ পোহাতে হয়। পথের দূরত্ব বেশি হওয়ায় বাচ্চারা স্কুলে যেতে চায় না। এতে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।'
ওই গ্রামের গীতা চাকমা (৩০) বলেন, `আমার ছেলে স্কুলে যাওয়ার উপযোগী হয়েছে। কিন্তু স্কুল অনেক দূরে হওয়ায় যেতে পারছে না। আমাদের গ্রামে একটি স্কুল খুবই দরকার। পাড়া কেন্দ্র হলেও চলবে। অন্তত অ আ জানবে। আমরা গ্রামবাসী মিলে একজন শিক্ষক রেখেছি। কিন্তু ছেলেমেয়ে বেশি হওয়ায় একজন যথেষ্ট নয়। স্কুল হলে আরও ভালো হয়।'
গৃহশিক্ষক প্রদীপ চাকমা বলেন, গ্রামের ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে হেলায় দিন পার করছে। বর্তমান সরকার সম্প্রতি ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। দেশে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে না বলে ঘোষণা দিয়েছে। এতে লক্ষণ্যা পাড়ার মতো রাঙামাটির শত শত এলাকার শিশুর শিক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
লক্ষণ্যা পাড়া গ্রামে স্কুলের সংকটের কথা স্বীকার করে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `এসব এলাকায় স্কুল স্থাপন করা দরকার। না হলে আমাদের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকে যাবে।' লক্ষণ্যা পাড়ার মতো আরও অনেক পাড়ায় স্কুল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ সুপারিশ চাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, `বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়ন করতে হলে পাহাড়ের শিশুদের পড়াশোনার দিকে গুরুত্ব দিতে হবে। এসব এলাকার শিশুরা নিরক্ষরতা সরকারের অর্জনকে পেছনে টানবে। পাহাড়ে অনেক এলাকা এখনো অন্ধকারে আছে। ওই সব এলাকায় স্কুল প্রতিষ্ঠা করা, সেগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া ও বেতনের ব্যবস্থা করা খুবই জরুরি। না হলে আমরা এসডিজি লক্ষ্য অর্জন করতে পারব না।'
বিদ্যুৎ সরবরাহ কমায় শীত মৌসুমের শুরুতেও লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে অনেক গ্রাহককে। অথচ মেরামতের জন্য বন্ধ রাখা চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট চালু হয়নি দুই বছরেও। এখন চলতি বছরের শেষে ইউনিটটি চালু
১৮ মিনিট আগেউত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ নামছে। আজ রোববার জেলাটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ছয়টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশম
২৬ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সাহিদা আক্তার (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পিঠে একাধিক গুলির ক্ষত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগেপাবনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসবে মাছ শিকারে মেতেছিলেন শৌখিন মৎস্য শিকারিরা। পলো, জালসহ বিভিন্ন উপকরণ নিয়ে দল বেঁধে বিলে দুর-দুরান্ত থেকে এসেছিলেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। কিন্তু এ বছর কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে হতাশ মৎস্য শিকারিরা। তাদের অভিযোগ, প্রভাবশালীরা চায়না জাল আর গ্যাস ট্যাবলেট দ
৩৮ মিনিট আগে