Ajker Patrika

চমেক হাসপাতালে হামলায় গুলিবিদ্ধ ৮ জন পালিয়েছেন, পুলিশের ওয়াকিটকি লুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০: ৪৫
চমেক হাসপাতালে হামলায় গুলিবিদ্ধ ৮ জন পালিয়েছেন, পুলিশের ওয়াকিটকি লুট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আন্দোলনকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আটজন পালিয়ে গেছেন। হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোন লুট করলে পরে তা উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘চলমান আন্দোলন-সহিংসতার ঘটনায় গতকাল সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হন। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাজুয়ালটি ওয়ার্ডে হামলা চালায়। এ সময় চিকিৎসাধীন গুলিবিদ্ধরা হাসপাতাল ছেড়ে যান।’ 

জানা গেছে, চমেকে চিকিৎসাধীন ৮ জন পালিয়ে যাওয়া ব্যক্তিরা গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হন। 

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মন্জুর মোর্শেদ বলেন, ‘চমেক হাসপাতালে বিক্ষোভকারীরা হামলা করে পুলিশের একজন কনস্টেবলকে তুলে নিয়ে যায়। পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোন লুট করে। পরে অবশ্য কনস্টেবলকে ছেড়ে দেয় এবং মোবাইল ফোন, ওয়াকিটকিও উদ্ধার হয়।’ 

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিক থেকে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায়, ৭টার দিকে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। এরপর ২ নম্বর গেট থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। 

গতকাল রাত ৮টা থেকে শুরু হয় বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাৎ হোসেন, মীর নাছির উদ্দিন চৌধুরী ও এরশাদ উল্লাহার বাসায় ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগের ঘটনা। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আওয়ামী লীগ-বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের বাসাবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসন কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত