চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে তিন দিন ধরে পড়ে আছে আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। তার পরিচয় না পাওয়ায় এত সময় ধরে লাশঘরেই তার ঠিকানা। জিনস প্যান্ট ও ফুল হাতা শার্ট পরা ওই শিশুটির ঘাড় ছিল মটকানো।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ওই শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ২৫ মে নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোথাও জখমের চিহ্ন নেই, কিন্তু তার ঘাড় ভাঙা ছিল। আমরা ধারণা করছি শিশুটি হত্যাকাণ্ডের শিকার। একদিন আগে তাকে হত্যা করা হতে পারে। এ কারণে মাংসের সামান্য পচন ধরেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।’
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নিলে কেউ শিশুটিকে চিনতে পারেনি। শিশুটির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যান্ডেল লাগানো ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে তিন দিন ধরে পড়ে আছে আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। তার পরিচয় না পাওয়ায় এত সময় ধরে লাশঘরেই তার ঠিকানা। জিনস প্যান্ট ও ফুল হাতা শার্ট পরা ওই শিশুটির ঘাড় ছিল মটকানো।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ওই শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ২৫ মে নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোথাও জখমের চিহ্ন নেই, কিন্তু তার ঘাড় ভাঙা ছিল। আমরা ধারণা করছি শিশুটি হত্যাকাণ্ডের শিকার। একদিন আগে তাকে হত্যা করা হতে পারে। এ কারণে মাংসের সামান্য পচন ধরেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।’
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নিলে কেউ শিশুটিকে চিনতে পারেনি। শিশুটির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যান্ডেল লাগানো ছিল।
ডিএনসিসি প্রশাসক বলেছেন, বেরাইদে ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণ শুরু হচ্ছে। তিনি এলাকাগুলো পরিকল্পিত নগরায়ণে উন্নয়ন করার আশ্বাস দেন। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীকে তদারকিতে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
২৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এই ঘাটে পয়লা বৈশাখ থেকে জনপ্রতি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে।
৩০ মিনিট আগেসাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার
৩৪ মিনিট আগেবগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজন গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। এটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি।
৪৩ মিনিট আগে