কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৫: ৪৯
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৫: ৫৭

কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে হ্রদের ওপর থাকা দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে। সেতুটি পর্যটকদের চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

হ্রদের পানি বৃদ্ধিতে আজ শুক্রবার ভোরে ঝুলন্ত সেতুর ওপর এক ফুট পানি ওঠায় পর্যটকদের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বেড়াতে যাওয়া পর্যটকেরা ঝুলন্ত সেতুতে উঠতে পারছেন না। 

আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ৮৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে পাঁচটি ইউনিট থেকে ২১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা ভারী বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ঝুলন্ত সেতুটি প্রায় এক ফুট পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থীদের চলাচলের জন্য পর্যটনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পানি কমে গেলে দর্শনার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত