ফেনী প্রতিনিধি
ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেছেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট পেপার ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে যদি প্রিসাইডিং অফিসার নির্দেশনা দেন তাহলে তার ওপর গুলি চালানো হবে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় ভোটারদের উদ্দেশে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ফেনীর পুলিশ সুপার এ মন্তব্য করেন। তিনি এ সময় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।’
ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ কারণে এবার প্রথম সকাল বেলায় প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার পৌঁছাবে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে এসে সকলে পছন্দের প্রার্থীকে ভোট দিন।’
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘ফেনীর তিন আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।’
জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিকা চাকমা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম প্রমুখ।
ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেছেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট পেপার ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে যদি প্রিসাইডিং অফিসার নির্দেশনা দেন তাহলে তার ওপর গুলি চালানো হবে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় ভোটারদের উদ্দেশে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ফেনীর পুলিশ সুপার এ মন্তব্য করেন। তিনি এ সময় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।’
ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ কারণে এবার প্রথম সকাল বেলায় প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার পৌঁছাবে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে এসে সকলে পছন্দের প্রার্থীকে ভোট দিন।’
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘ফেনীর তিন আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।’
জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিকা চাকমা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম প্রমুখ।
শেরপুরে নিখোঁজের দুই দিন পর মোছা. খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেসাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের এক শিশুকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আছমা খাতুন (৩০) বাটরার মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে এবং কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।
২৩ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।
৩১ মিনিট আগেডিএনসিসি প্রশাসক বলেছেন, বেরাইদে ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণ শুরু হচ্ছে। তিনি এলাকাগুলো পরিকল্পিত নগরায়ণে উন্নয়ন করার আশ্বাস দেন। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীকে তদারকিতে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে