কুমিল্লায় অরক্ষিত ভবনের পিলার ধসে পড়ল টিনশেডের শ্রেণিকক্ষে, স্কুলছাত্র নিহত 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৬: ১০
Thumbnail image

কুমিল্লায় অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের পিলার স্কুলের টিনশেড রুমে ধসে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুলশিক্ষক।

কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।

নিহত ছাত্রের নাম মো. সাইফুল ইসলাম সাগর (১০)। সে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রিমালের ঝোড়ো বাতাসের মধ্যেই নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাস রুমের ওপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

স্কুলের পাশে নির্মাণাধীন ভবন। ছবি: আজকের পত্রিকাস্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকেরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।’

নিহত স্কুলছাত্রে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ বলেন, ‘নির্মাণাধীন সাততলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে  নির্মাণকাজ চলাকালে কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুলশিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সঙ্গে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত