উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র্যালির আয়োজন করা হয়। র্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।
উত্তরার কাজী ড্রাইভিং স্কুলের পরিচালক মো. কাজী মেহেদী হাসান এবং এ এম আর ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ র্যালি ও সমাবেশের আয়োজন করেন।
উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে শনিবার সকালে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের শুরু হয়। পরে সেখান থেকে র্যালিটি শুরু হয়ে উত্তরা ১১ নম্বর মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় পথে পথে গাড়ি চালকদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উত্তরা বিভাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম, নুর নবী, কাজী মিজান ও শহিদুল ইসলাম উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘আমরা সকলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। সঠিক লেন মেনে গাড়ি চালাব। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকব। কারণ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা কেউ উচ্চ গতিতে গাড়ি চালাব না।’
এ সময় উত্তরায় কর্মরত সাংবাদিক, বিআরটিসি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ মোটর শ্রমিক লীগের নেতা-কর্মী এবং সচেতন জনগণসহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র্যালির আয়োজন করা হয়। র্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।
উত্তরার কাজী ড্রাইভিং স্কুলের পরিচালক মো. কাজী মেহেদী হাসান এবং এ এম আর ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ র্যালি ও সমাবেশের আয়োজন করেন।
উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে শনিবার সকালে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের শুরু হয়। পরে সেখান থেকে র্যালিটি শুরু হয়ে উত্তরা ১১ নম্বর মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় পথে পথে গাড়ি চালকদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উত্তরা বিভাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম, নুর নবী, কাজী মিজান ও শহিদুল ইসলাম উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘আমরা সকলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। সঠিক লেন মেনে গাড়ি চালাব। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকব। কারণ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা কেউ উচ্চ গতিতে গাড়ি চালাব না।’
এ সময় উত্তরায় কর্মরত সাংবাদিক, বিআরটিসি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ মোটর শ্রমিক লীগের নেতা-কর্মী এবং সচেতন জনগণসহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ। দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
৬ মিনিট আগেপটুয়াখালীতে চেক ডিজঅনারের মামলায় এ কে এম ফরিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
২৭ মিনিট আগেসাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আরও ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
৪০ মিনিট আগে