নিজস্ব প্রতিবেদক, সাভার
নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারের তেঁতুলঝোড়ায় বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ রোববার তিতাসের সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে তাঁরা এ বিক্ষোভ করেন। পরে তিতাস কর্তৃপক্ষ সংকট নিরশনের আশ্বাস দিলে বিক্ষোভ শেষ করেন তারা।
এর আগে আজ রোববার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়াপাড়া, কুটিবাড়ি, মাঝিপাড়া ও কৃষ্ণনগর গ্রামের কয়েক শ গ্রাহক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন।
এরপর তাঁরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের আঞ্চলিক ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তিতাস কর্তৃপক্ষ সংকট নিরশনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ শেষ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েক বছর ধরে তাঁরা তীব্র গ্যাসের সংকটে ভুগছেন। সম্প্রতি এই সংকট আরও তীব্র হয়েছে। নিয়মিত বিল পরিশোধ করার পরেও তাঁরা গ্যাস পাচ্ছেন না। গ্যাসের অভাবে ভাড়াটিয়ারা চলে যাচ্ছেন।
যাদের সামর্থ্য আছে, তাঁরা বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস অথবা বৈদ্যুতিক চুলায় ব্যবহার করছেন। আর যাদের সামর্থ্য নেই, তাঁরা মাটির চুলায় রান্নার কাজ সারছেন। কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান তারা।
কল্পনা রানি নামে এক পোশাক শ্রমিক বলেন, ‘অফিসের কারণে আমাদের প্রতিদিন ভোরে উঠে রান্না করতে হয়। আবার অফিস থেকে ফিরে রাতের খাবারের ব্যবস্থা করতে হয়। কিন্তু এই দুই সময়েই লাইনে গ্যাস থাকে না। এ কারণে অনেক দিন চিড়া খেয়েই অফিসে চলে যাই অথবা রাতে ঘুমিয়ে পড়ি। অনেক সময় লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করি। এভাবে মাসের পর মাস আমাদের কষ্ট করতে হচ্ছে।’
তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মিন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সংকটের কারণে আমার এলাকার তিতাসের গ্রাহকেরা বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে তাঁরা আজ বিক্ষোভ করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের কথা হয়েছে। দেখি কি ব্যবস্থা নেন তিতাস কর্তৃপক্ষ।’
এ বিষয়ে তিতাসের সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক অজীত চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এ কারণে সব এলাকার গ্রাহকেরা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। এ ছাড়া অবৈধ সংযোগও রয়েছে অনেক এলাকায়। এ কারণেও সংকট সৃষ্টি হতে পারে। বিষয়গুলো খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।’
নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারের তেঁতুলঝোড়ায় বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ রোববার তিতাসের সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে তাঁরা এ বিক্ষোভ করেন। পরে তিতাস কর্তৃপক্ষ সংকট নিরশনের আশ্বাস দিলে বিক্ষোভ শেষ করেন তারা।
এর আগে আজ রোববার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়াপাড়া, কুটিবাড়ি, মাঝিপাড়া ও কৃষ্ণনগর গ্রামের কয়েক শ গ্রাহক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন।
এরপর তাঁরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের আঞ্চলিক ওই কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তিতাস কর্তৃপক্ষ সংকট নিরশনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ শেষ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েক বছর ধরে তাঁরা তীব্র গ্যাসের সংকটে ভুগছেন। সম্প্রতি এই সংকট আরও তীব্র হয়েছে। নিয়মিত বিল পরিশোধ করার পরেও তাঁরা গ্যাস পাচ্ছেন না। গ্যাসের অভাবে ভাড়াটিয়ারা চলে যাচ্ছেন।
যাদের সামর্থ্য আছে, তাঁরা বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস অথবা বৈদ্যুতিক চুলায় ব্যবহার করছেন। আর যাদের সামর্থ্য নেই, তাঁরা মাটির চুলায় রান্নার কাজ সারছেন। কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান তারা।
কল্পনা রানি নামে এক পোশাক শ্রমিক বলেন, ‘অফিসের কারণে আমাদের প্রতিদিন ভোরে উঠে রান্না করতে হয়। আবার অফিস থেকে ফিরে রাতের খাবারের ব্যবস্থা করতে হয়। কিন্তু এই দুই সময়েই লাইনে গ্যাস থাকে না। এ কারণে অনেক দিন চিড়া খেয়েই অফিসে চলে যাই অথবা রাতে ঘুমিয়ে পড়ি। অনেক সময় লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করি। এভাবে মাসের পর মাস আমাদের কষ্ট করতে হচ্ছে।’
তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মিন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সংকটের কারণে আমার এলাকার তিতাসের গ্রাহকেরা বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে তাঁরা আজ বিক্ষোভ করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের কথা হয়েছে। দেখি কি ব্যবস্থা নেন তিতাস কর্তৃপক্ষ।’
এ বিষয়ে তিতাসের সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক অজীত চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এ কারণে সব এলাকার গ্রাহকেরা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। এ ছাড়া অবৈধ সংযোগও রয়েছে অনেক এলাকায়। এ কারণেও সংকট সৃষ্টি হতে পারে। বিষয়গুলো খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চৈতন্য পাল উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
৮ মিনিট আগেনেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে চালকদের হত্যা করে অটোভ্যান ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে করে আতঙ্কে আছেন অন্য চালকেরা। তাঁরা সন্ধ্যার পর অপরিচিত যাত্রী ওঠাতে এবং বাইরের এলাকায় যেতে ভয় পাচ্ছেন। রাতে সাধারণত নিজেদের এলাকার মধ্যে থাকছেন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনাই সুষ্ঠুভাবে তদন্ত...
৩১ মিনিট আগেভোলা জেনারেল হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা দায়িত্বরত চিকিৎসক ইরফান মাহমুদের ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এর আগে গত শুক্রবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক নাইমুল হাসনাতও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
৩৪ মিনিট আগে