বিএসএমএমইউ খুলেছে আজ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিজস্ব প্রিতেবদক, ঢাকা
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৪: ১৮
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৪: ৫৯

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার সম্পূর্ণরূপে খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ সকাল ৯টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম, বিএসএমএমইউর স্বাচিপের সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখসহ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত