নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’
রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’
টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’
আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’
উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।
করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’
রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’
টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’
আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’
উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৪ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
৮ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে