Ajker Patrika

স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী ও প্রেমিক আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৩: ০৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান (৩৬) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভুক্তভোগী মনিরুজ্জামানের স্ত্রী ও জামালপুর জেলার বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোঁয়া এবং তাঁর প্রেমিক তৌহিদ (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও ছোঁয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ হন। মনিরুজ্জামান আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের সিনিয়র ম্যানেজার পদে চাকরি কারার সুবাদে তিনি বাসায় তেমন থাকতে পারেন না। এই সুযোগে তাঁর স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে আসক্ত হয়ে দিবারাত্রি যোগাযোগ করে আসছিলেন।

সবশেষ গত ২ ফেব্রুয়ারি অভিযুক্ত তৌহিদের সঙ্গে তাঁর সম্পর্কের খবর জেনে স্ত্রীকে জিজ্ঞেস করায় সেদিন রাতেই চেতনানাশক ওষুধ খাইয়ে মনিরুজ্জামানের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর বাসায় থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান স্ত্রী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে অভিযোগ করার পর রাতে স্ত্রী এবং তাঁর প্রেমিককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনার দুই মাস পর অভিযোগ কেন জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী মনিরুজ্জামানের দাবি, তাঁর পুরুষাঙ্গ কর্তনের পর থেকে দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই অভিযোগ করতে দেরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত