নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) অধিদপ্তরের দুটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বহাল করতে আলটিমেটাম দিয়েছেন সংক্ষুব্ধরা।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ীকৃত ১ম ব্যাচের কর্মকর্তাবৃন্দের পক্ষে আরও তিনটি দাবি পেশ করেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। এগুলোর মধ্যে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রোগ্রামার তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হওয়ার জন্য চাকরি স্থায়ীকরণ হওয়া আবশ্যক। কিন্তু দীর্ঘ ১০ বছর পর আমাদের চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা পদোন্নতিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এমন বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্রের কারণে আমরা আইসিটি অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় ৫ থেকে ৭ বছর পর ২০১৯ ও ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি আমাদের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আর যেহেতু আমরা অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল সেহেতু আমাদের একই গ্রেডের সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখেই বহাল রাখতে হবে এবং আমাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।’
আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) অধিদপ্তরের দুটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বহাল করতে আলটিমেটাম দিয়েছেন সংক্ষুব্ধরা।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ীকৃত ১ম ব্যাচের কর্মকর্তাবৃন্দের পক্ষে আরও তিনটি দাবি পেশ করেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। এগুলোর মধ্যে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রোগ্রামার তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হওয়ার জন্য চাকরি স্থায়ীকরণ হওয়া আবশ্যক। কিন্তু দীর্ঘ ১০ বছর পর আমাদের চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা পদোন্নতিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এমন বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্রের কারণে আমরা আইসিটি অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় ৫ থেকে ৭ বছর পর ২০১৯ ও ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি আমাদের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আর যেহেতু আমরা অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল সেহেতু আমাদের একই গ্রেডের সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখেই বহাল রাখতে হবে এবং আমাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।’
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
১৫ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
২২ মিনিট আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
৪১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে