ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।
২৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে পাগলা হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা খতিজা বেগম (৩৭)। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেবাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগেথানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মো. রিয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রিয়াদ ছাড়া আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের আদালতে তোলার পর বিষয়টি জানাজানি হয়।
২ ঘণ্টা আগে