গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশ না মেনে ক্লাস চলমান রেখেছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন এমন দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
প্রতিষ্ঠান দুটি হলো—পৌরসভার সুতিপলাশ মহল্লার দারুল কোরআন ও কওমি মাদ্রাসা এবং কোনাবাড়ী বাজারে লাইটহাউস ল্যাবরেটরি স্কুল।
পরে মাদ্রাসার পরিচালক শেখ সাদী সরকারের নিয়ম লঙ্ঘন করে ক্লাস চালু রাখায় দুঃখ প্রকাশ করেন এবং সরকারি নিয়ম মানার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা প্রশাসনকে মুচলেকা দেন। একইভাবে লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের প্রধান হাবিবুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন।
লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া হবে বলে শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করে রাখছিল স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিভাবকেরাও বাধ্য হয়ে শিশুদের ক্লাসে পাঠাচ্ছিলেন।
এ বিষয়ে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, ‘স্বাস্থ্যের চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ নয়। শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে রেখে কোনো প্রতিষ্ঠান খোলা রাখলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও জানান, খবর পেয়ে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠানের প্রধানেরা এমন আর হবে না মর্মে মুচলেকা দিয়েছেন।
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশ না মেনে ক্লাস চলমান রেখেছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন এমন দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
প্রতিষ্ঠান দুটি হলো—পৌরসভার সুতিপলাশ মহল্লার দারুল কোরআন ও কওমি মাদ্রাসা এবং কোনাবাড়ী বাজারে লাইটহাউস ল্যাবরেটরি স্কুল।
পরে মাদ্রাসার পরিচালক শেখ সাদী সরকারের নিয়ম লঙ্ঘন করে ক্লাস চালু রাখায় দুঃখ প্রকাশ করেন এবং সরকারি নিয়ম মানার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা প্রশাসনকে মুচলেকা দেন। একইভাবে লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের প্রধান হাবিবুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন।
লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া হবে বলে শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করে রাখছিল স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিভাবকেরাও বাধ্য হয়ে শিশুদের ক্লাসে পাঠাচ্ছিলেন।
এ বিষয়ে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, ‘স্বাস্থ্যের চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ নয়। শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে রেখে কোনো প্রতিষ্ঠান খোলা রাখলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও জানান, খবর পেয়ে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠানের প্রধানেরা এমন আর হবে না মর্মে মুচলেকা দিয়েছেন।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
১ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
১ ঘণ্টা আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
২ ঘণ্টা আগে