Ajker Patrika

পাটুরিয়ায় ফেরিতে ভিড়, লঞ্চে যাত্রী কম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ১৪: ৪১
পাটুরিয়ায় ফেরিতে ভিড়, লঞ্চে যাত্রী কম

গমানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও স্বস্তিতে নদী পার হতে পারছে তারা। আজ শনিবার সকালে ফেরিতে ভিড় বেশি থাকলেও লঞ্চে যাত্রী কম চোখে পড়ে। 

সাভার-আশুলিয়ার নবীনগর, ঢাকার গাবতলী থেকে লোকাল গাড়িতে যাত্রীরা এসে ফেরি দিয়ে ঘাট পার হচ্ছে। ঘাট এলাকায় দূরপাল্লার চেয়ে এ ধরনের ভেঙে ভেঙে যাওয়া এবং প্রাইভেট কারে যাত্রী বেশি চোখে পড়ে। 

রাজবাড়ীগামী সুমন নামের এক যাত্রী বলেন, গাজীপুর থেকে নবীনগর আসছি। নবীনগর থেকে লোকাল গাড়িতে ঘাটে এলাম। 

গরুর পিকআপ এবং মিনি ট্রাকেও বাড়ি ফিরছে অনেকে। ঢাকার বাড্ডা থেকে গরুর ট্রাকে ঘাট পর হচ্ছেন মারুফ নামের চুয়াডাঙ্গাগামী এক যাত্রী। তিনি বলেন, ‘আমাদের এলাকার অনেকে গরু নিয়ে আসছে ঢাকায়, গরু বিক্রি করে চুয়াডাঙ্গা যাচ্ছে, ওই ছোট ট্রাকে ১৫-২০ জন বাড়ি যাচ্ছি।’
 
অনেককে গরুর পিকআপ ও মিনিট্রাকে বাড়ি ফিরতে দেখা যায়কুষ্টিয়াগামী আসাদ জানান, মিনি ট্রাকে করে বাইপাইল থেকে ঘাট পার হয়ে কুষ্টিয়ায় যাচ্ছি। কষ্ট হলেও ঈদযাত্রা আনন্দের। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদ সামনে রেখে পাটুরিয়- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ২৩টি ফেরি চলাচল করছে। সকালে পাটুরিয়া ঘাটে যাত্রীর কিছুটা চাপ থাকলেও ভোগান্তি নেই। মোটরসাইকেল আরোহী যাত্রীও ছিল বেশ।’ 

শাহ মো. খালেদ নেওয়াজ আরও বলেন, ‘নদীতে পানি বাড়ায় পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় তীব্র স্রোত রয়েছে। স্রোত থাকায় স্বাভাবিক সময় থেকে বর্তমানে ফেরি চলাচলে সময় বেশি লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত