সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আজ রোববার এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন-আতাউর রহমান, মাহাবুব মিয়া, আবুল বাশার, আবুল হাসেম ও আব্দুল হান্নান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা বলেন, উপজেলার চন্ডিবরদী গ্রামের আব্দুল হান্নানের সঙ্গে একই গ্রামের বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে এর জের ধরে বাবুল মিয়ার নেতৃত্বে মাসুদ মিয়া, ডালিম মিয়া, হাতেম আলী, আয়নাল হক, সেলিম মিয়াসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ওই ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল হান্নান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আব্দুল হান্নান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন।
অপরদিকে বাবুল মিয়া বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সামান্য বাগ্বিতণ্ডা হয়েছিল।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, এ বিষয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আজ রোববার এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন-আতাউর রহমান, মাহাবুব মিয়া, আবুল বাশার, আবুল হাসেম ও আব্দুল হান্নান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা বলেন, উপজেলার চন্ডিবরদী গ্রামের আব্দুল হান্নানের সঙ্গে একই গ্রামের বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে এর জের ধরে বাবুল মিয়ার নেতৃত্বে মাসুদ মিয়া, ডালিম মিয়া, হাতেম আলী, আয়নাল হক, সেলিম মিয়াসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ওই ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল হান্নান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আব্দুল হান্নান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন।
অপরদিকে বাবুল মিয়া বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সামান্য বাগ্বিতণ্ডা হয়েছিল।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, এ বিষয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
১ মিনিট আগেবাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২ ঘণ্টা আগে