ঢাবি প্রতিনিধি
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর, চানখাঁরপুল, শহীদুল্লাহ হল ক্রসিং, কার্জন হল এলাকা, নীলক্ষেত ও পলাশীর মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর ওয়াশ রুমে সকাল থেকেই দীর্ঘ লাইন ও ভিড়। এসব কারণে চরম দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার পর থেকে কওমী মাদ্রাসার আলেম-উলামা ও তালাবাদের উপস্থিতি বাড়তে শুরু করে। কেউ হেঁটে, কেউবা এসেছেন গাড়িতে। এভাবে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। যানজটের ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।
শাহবাগে মাহমুদ হাসান নামের এক কর্মজীবীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘এতক্ষণে টঙ্গীতে পৌঁছানোর কথা কিন্তু জ্যামের কারণে পারিনি। অফিস টাইম শুরু হয়ে গেছে আমার।’
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ফলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকা, হল পাড়া, একাডেমিক বিল্ডিং, কার্জন হল এলাকাসহ বিভিন্ন জায়গায় আলেম-উলামা ও তালাবাদের উপস্থিতি লক্ষণীয়। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সারি সারি বাসও দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হলগুলোর ওয়াশ রুমেও সকাল থেকে ভিড়। আর এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
সূর্যসেন হলের শিক্ষার্থী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের ব্লকের শিক্ষার্থীরা ওয়াশ রুমে যেতে পারেননি, অনেক ভিড়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে এ রকম হচ্ছে। প্রশাসনের এদিকে নজর দেওয়া জরুরি।’
এ দিকে দুপুর সাড়ে বারোটা থেকে শিক্ষার্থী ছাড়া আবাসিক হলে কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট করেন। তিনি সেখানে উল্লেখ করেন, ‘রোকেয়া হল ও শামসুন নাহার হলের গেটে দুজন করে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য রয়েছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের কলাপসিবল গেট বন্ধ করা হয়েছে। প্রবেশপথে শুধু শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। বহিরাগতদের মুক্ত করা হয়েছে। কার্জন হলও নিরাপদ রয়েছে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে যত্রতত্র বাস রাখার বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তাই আমরা সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর, চানখাঁরপুল, শহীদুল্লাহ হল ক্রসিং, কার্জন হল এলাকা, নীলক্ষেত ও পলাশীর মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর ওয়াশ রুমে সকাল থেকেই দীর্ঘ লাইন ও ভিড়। এসব কারণে চরম দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার পর থেকে কওমী মাদ্রাসার আলেম-উলামা ও তালাবাদের উপস্থিতি বাড়তে শুরু করে। কেউ হেঁটে, কেউবা এসেছেন গাড়িতে। এভাবে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। যানজটের ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।
শাহবাগে মাহমুদ হাসান নামের এক কর্মজীবীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘এতক্ষণে টঙ্গীতে পৌঁছানোর কথা কিন্তু জ্যামের কারণে পারিনি। অফিস টাইম শুরু হয়ে গেছে আমার।’
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ফলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকা, হল পাড়া, একাডেমিক বিল্ডিং, কার্জন হল এলাকাসহ বিভিন্ন জায়গায় আলেম-উলামা ও তালাবাদের উপস্থিতি লক্ষণীয়। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সারি সারি বাসও দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হলগুলোর ওয়াশ রুমেও সকাল থেকে ভিড়। আর এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
সূর্যসেন হলের শিক্ষার্থী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের ব্লকের শিক্ষার্থীরা ওয়াশ রুমে যেতে পারেননি, অনেক ভিড়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে এ রকম হচ্ছে। প্রশাসনের এদিকে নজর দেওয়া জরুরি।’
এ দিকে দুপুর সাড়ে বারোটা থেকে শিক্ষার্থী ছাড়া আবাসিক হলে কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট করেন। তিনি সেখানে উল্লেখ করেন, ‘রোকেয়া হল ও শামসুন নাহার হলের গেটে দুজন করে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য রয়েছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের কলাপসিবল গেট বন্ধ করা হয়েছে। প্রবেশপথে শুধু শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। বহিরাগতদের মুক্ত করা হয়েছে। কার্জন হলও নিরাপদ রয়েছে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে যত্রতত্র বাস রাখার বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তাই আমরা সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছি।’
সিরাজগঞ্জে যুবদলের নেতা সোহানুর রহমান হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমানকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
১১ মিনিট আগেরাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়ি ও বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দুই দফা হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় রিকশায় করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান সোহেল।
২৬ মিনিট আগেআওয়ামী লীগ কেন? আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। হয় তো বা রিফর্ম হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয়। যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। যারা নির্দোষ, কোনো অপরাধের সঙ্গে জড়িত না, জনপ্রিয় মানুষ, তারা কেন নির্বাচনে বঞ্চিত থাকবে।
১ ঘণ্টা আগেফ্যাসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি, কেবল ফ্যাসিবাদের একজন নেতা ভারতে পালিয়ে গেছেন। এমনটাই বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে ‘স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ, শেখ মুজিব থেকে হাসিনা: ফ্যাসিবাদ
১ ঘণ্টা আগে