মাদারীপুর, প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামে বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ, দলীয়, স্থানীয় ও নিহতের পরিবারসূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও স্থানীয় লোকজনের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের জন্য কালকিনি উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দেন। নেতা-কর্মীরা পথিমধ্যে কালকিনির খালেকেরহাট নামকস্থানে আসেন। এ সময় হঠাৎ করে তাদের ওপর দুর্বৃত্তরা বোমা হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির কর্মী সুজন সরদার, শামীম বেপারীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজন সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক ব্যাপারী বলেন, ‘জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে ৫০-৬০ জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর হঠাৎ বোমা হামলা চালায়। এ ঘটনায় আমাদের প্রায় পাঁচ-সাতজন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত বিএনপিকর্মী সুজন সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুজন মারা গেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’
অভিযুক্ত কালকিনির এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, ‘আমি ঢাকায় আছি। এ হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা জানতে পেরেছি, আহত সুজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে ইতিমধ্যে থানা-পুলিশের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় ওই এলাকা থেকে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামে বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ, দলীয়, স্থানীয় ও নিহতের পরিবারসূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও স্থানীয় লোকজনের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের জন্য কালকিনি উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দেন। নেতা-কর্মীরা পথিমধ্যে কালকিনির খালেকেরহাট নামকস্থানে আসেন। এ সময় হঠাৎ করে তাদের ওপর দুর্বৃত্তরা বোমা হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির কর্মী সুজন সরদার, শামীম বেপারীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজন সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক ব্যাপারী বলেন, ‘জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে ৫০-৬০ জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর হঠাৎ বোমা হামলা চালায়। এ ঘটনায় আমাদের প্রায় পাঁচ-সাতজন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত বিএনপিকর্মী সুজন সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুজন মারা গেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’
অভিযুক্ত কালকিনির এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, ‘আমি ঢাকায় আছি। এ হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা জানতে পেরেছি, আহত সুজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে ইতিমধ্যে থানা-পুলিশের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় ওই এলাকা থেকে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
৩৭ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
৪৪ মিনিট আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে