বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ স্থগিত, থাকবে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিলটি করা হয়েছিল। গতকাল সোমবার শুনানি শেষে আজকে আদেশের জন্য দিন ধার্য করা হয়।

এর আগে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে গত ৫ সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। যার পূর্ণাঙ্গ আদেশ ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয় বলে জানান রিটকারী আইনজীবী। আদেশে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রেজা সোবহানের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া আদেশে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের কাছ থেকে অর্থ উদ্ধার করতে ও বিদেশে থেকে অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। আর এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

তার আগে গত ৪ সেপ্টেম্বর ওই রিটটি করেন আইনজীবী মাসুদ রেজা সোবহান। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে বিবাদী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত