বার্নিকাটের গাড়িতে হামলা: পরোয়ানা জারির পর ইশতিয়াক মাহমুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ২২: ৩৭
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২৩: ০২

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার মামলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদের গ্রেপ্তার করেছে মোহাম্মাদপুর থানা-পুলিশ। 

আজ রাত অনুমানিক ৯টার দিকে মোহাম্মাদপুর এলাকার খিলজি রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবি গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তার কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। 

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১৯ সেপ্টেম্বর এই মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ পত্রে ইশতিয়াককে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়। 

এতে বলা হয়, এ আসামিদের অপরাধের সত্যতা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগপত্রে ইশতিয়াক ছাড়াও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।
 
২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। এই ঘটনায় করা মামলায় ২০২১ সালের মার্চে নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত। আসামিদের মধ্যে শ্যালক ইশতিয়াক মাহমুদের নাম না থাকায় সে সময় আপত্তি জানিয়েছিলেন বদিউল আলম মজুমদার। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এ মামলা অধিকতর তদন্তের আবেদন করে। 

আবেদনে বলা হয়, অভিযোগকারীসহ পাঁচজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আসামি হিসেবে বাদী বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা তাঁর নাম উল্লেখ করেননি। তাই প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে অধিকতর তদন্তের প্রয়োজন।
 
গত ১ জানুয়ারি আদালত ডিবিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত