Ajker Patrika

মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

ঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন। ক্রমেই যেন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ফেরি সেক্টর সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১২টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মধ্যরাতের ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ হলেও, কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় তা চালু করা হবে বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ বলেন, ‘এ নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাসনাহেনা, কেরামত আলী, মতিউর রহমান, গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, শাহ পরান ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গৌড়ী, ঢাকা, রুহুল আমিন, বরকত, বনলতা, বাইগার, কপোতী নামের ফেরিগুলো অবস্থান করছে। যার মধ্যে পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি যানবাহন লোড অবস্থায় রয়েছে।’

এ দিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও শ্রমিকেরা শীতের তীব্রতায় নিদারুণ কষ্ট পোহাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত