গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর নীলের পাড়া একটি রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার দুপুরে পাখির স্বর্গ নামের রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে, গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির আটকে রাখা হয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধারের পর যাচাই করে দেখা যায়, উদ্ধার করা কুমিরটি নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছিল। পরে কুমিরটি গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়।
বন্যপ্রাণী আইন অনুযায়ী, নোনা পানির কুমির কোথাও আটকে রাখা যাবে না।
সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, ‘আমরা যখন জানতে পারি বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে, তখন খোঁজ খবর নিয়ে বন বিভাগকে অবগত করি। আজকে তাঁদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে একটি কুমিরটি লালন পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি নোনা পানির কুমির উদ্ধার করা হয়েছে। এটি স্ত্রী কুমির। উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব।
পাখির স্বর্গ নামের রিসোর্টটির ব্যবস্থাপক মো. রুবেল গণমাধ্যমকে বলেন, এই রিসোর্টের মালিক আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব। তবে রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব।
মো. রুবেল দাবি করেন, কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের ছিল। বেশ কিছুদিন আগেই এটিকে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানায় জানানো হয়েছিল।
গাজীপুর মহানগরীর নীলের পাড়া একটি রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার দুপুরে পাখির স্বর্গ নামের রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে, গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির আটকে রাখা হয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধারের পর যাচাই করে দেখা যায়, উদ্ধার করা কুমিরটি নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছিল। পরে কুমিরটি গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়।
বন্যপ্রাণী আইন অনুযায়ী, নোনা পানির কুমির কোথাও আটকে রাখা যাবে না।
সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, ‘আমরা যখন জানতে পারি বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে, তখন খোঁজ খবর নিয়ে বন বিভাগকে অবগত করি। আজকে তাঁদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে একটি কুমিরটি লালন পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি নোনা পানির কুমির উদ্ধার করা হয়েছে। এটি স্ত্রী কুমির। উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব।
পাখির স্বর্গ নামের রিসোর্টটির ব্যবস্থাপক মো. রুবেল গণমাধ্যমকে বলেন, এই রিসোর্টের মালিক আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব। তবে রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব।
মো. রুবেল দাবি করেন, কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের ছিল। বেশ কিছুদিন আগেই এটিকে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানায় জানানো হয়েছিল।
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
২১ মিনিট আগেনাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
৩২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩২ মিনিট আগেপল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার রিমান্ড শুনানি হবে ২৪ নভেম্বর। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
৪১ মিনিট আগে