ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।
জানা গেছে, পরিবারের হাল ধরতে দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন জামাল। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামে সাজেদা বেগম (২৮) নামের এক তরুণীকে বিয়ে করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোনো ভাই-বোন নেই। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর স্বামীর অণ্ডকোষে তাঁরা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করতে করতে লুটিয়ে পড়ছেন বৃদ্ধা মা শিরি বেগম। ছেলেকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পাগলপ্রায় তিনি। শিরি বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আর কেউ রইল না।’
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়াধীন।
ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।
জানা গেছে, পরিবারের হাল ধরতে দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন জামাল। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামে সাজেদা বেগম (২৮) নামের এক তরুণীকে বিয়ে করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোনো ভাই-বোন নেই। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর স্বামীর অণ্ডকোষে তাঁরা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করতে করতে লুটিয়ে পড়ছেন বৃদ্ধা মা শিরি বেগম। ছেলেকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পাগলপ্রায় তিনি। শিরি বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আর কেউ রইল না।’
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়াধীন।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
১ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
১ ঘণ্টা আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে