নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।
সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৫ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৬ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৮ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৯ মিনিট আগে