Ajker Patrika

বালিয়াকান্দিতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক আটক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 
বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের ভাঙা প্রতিমা। ছবি: আজকের পত্রিকা
বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের ভাঙা প্রতিমা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চামটা ১১ পল্লী সর্বজনীন কাত্যায়নি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। তিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে বলে জানিয়েছে।

পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমাদের পূজা মণ্ডপে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের মাথা ভেঙে ফেলে। পরে পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের ব্যক্তি মিলে তাকে আটক করে। আমরা বালিয়াকান্দি থানা-পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের পূজা ভাঙা প্রতিমাতে হয় না। কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের মহানবমী। তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মণ্ডপে এখন কীভাবে পূজা করব ভাবছি।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে আটক হুমায়ুন পাগল। মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছি। সে প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতর সাদা ধুতি কাপড় মুড়িয়ে বসে ছিল। মন্দির কমিটি লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত