Ajker Patrika

ভাঙল বইয়ের মেলা

শরীফ নাসরুল্লাহ, ঢাকা
আয়োজনের শেষ দিনে অমর একুশে বইমেলার একটি স্টলে পছন্দের বই দেখছেন কয়েকজন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা
আয়োজনের শেষ দিনে অমর একুশে বইমেলার একটি স্টলে পছন্দের বই দেখছেন কয়েকজন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা

শুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।

আগে যাঁরা বারকয়েক এসেছিলেন, তাঁরা গতকাল আসেন শেষ ঢুঁ দিতে। নানা কারণে একবারও আসা হয়নি, এমন অনেকের জন্য শেষ দিনই ছিল ভরসা। চাঁদপুর থেকে আসা সবুজ চন্দ্র বর্মণ এই পরের শ্রেণিতে পড়েন। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজ চন্দ্র যেসব বিষয়ে আনন্দ খুঁজে পান, বই কেনা তার একটি। এত দিন সময় পাননি। মেলার শেষ দিনেই তাই দুই হাত ভরে কিনেছেন বই। সবুজ চন্দ্র বললেন, ‘বইমেলা ছাড়া একসঙ্গে এত প্রকাশনী থেকে পছন্দের বই আপনি কোথায় পাবেন? সত্যিই ফেব্রুয়ারি বইপ্রেমী বাঙালির জন্য আনন্দের এক মাসে পরিণত হয়েছে।’

তবে মাতৃভাষা বাংলার চর্চা নিয়ে খানিক দুঃখবোধ আছে এই শিক্ষকের মনে। তাঁর মতে, বাংলার চর্চাটা ঠিকঠাকমতো হচ্ছে না। এদিকে সবার দৃষ্টি দেওয়া দরকার।

এবারের বইমেলা নানা দিক থেকে ছিল আলোচনায়। এবারই সবচেয়ে বেশি স্টল দেওয়া হয়েছে। তাতে মেলা প্রাঙ্গণের খোলামেলা ভাবটা ছিল কম। অনেক বড় ও নামী প্রকাশক তাতে অসন্তোষ জানিয়েছেন। এবার বইও প্রকাশিত হয়েছে গেলবারের চেয়ে কিছু কম। বাংলা একাডেমির তথ্যমতে এবার বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ২৯৯টি। গত বছর প্রকাশিত হয়েছিল ৩ হাজার ৭৫১টি। গতকাল শেষ দিন মেলায় নতুন বই এসেছে ৩৩৫টি।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, তারা নিজেরা এবার ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি করেছে। পুরো মেলার বিক্রির তথ্য গতকাল পর্যন্ত তারা পায়নি।

গতকাল বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করেন এবারের অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অনুষ্ঠানে কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৫ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত