বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২৩: ২১
Thumbnail image

ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসায় একদল সন্ত্রাসীর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। 

পারিবারিক সূত্র বলছে, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল প্লিজেন্ট প্রোপার্টিজ নামের ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধ ছিল। সেটার সূত্র ধরে আজ সকালে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

এ বিষয়ে তামিমে বাবা হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এখনো মামলা হিসেবে রুজু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত