সাইফুল মাসুম, ঢাকা
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
তবে ট্যানারিসংশ্লিষ্টদের দাবি, কাঁচা চামড়ার সব কাজ হেমায়েতপুরে হয়, বাকি ফিনিশিং হয় হাজারীবাগে। ফলে দূষণ হয় খুবই সামান্য।
৫ নভেম্বর হাজারীবাগের গজমহল এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানে চামড়াসংশ্লিষ্ট কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার বালুর মাঠ নামক স্থানে শুকানো হচ্ছে গরু ও ছাগলের চামড়া। কিছু চামড়ায় রাসায়নিক স্প্রে করা হচ্ছে। ‘জিয়া লেদার্স’ নামের পাশের একটি কারখানায় ঘূর্ণমান একটি বড় ড্রামে কেমিক্যালের পানিতে চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছিল। সেই ড্রাম ছুঁয়ে কালো পানি পড়ছে ড্রেনে।
তবে কথা হলে জিয়া লেদার্সের প্রতিনিধি সেলিম আহমেদ বলেন, ‘এখানে শুকনো কাম, ভেজা কাম হয় না।’ ড্রামের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রামে চামড়া নরম করে পরে রোদে শুকাই।’
বালুর মাঠে গরুর শুকনো চামড়ায় রং লাগাচ্ছিলেন ট্যানারিশ্রমিক মোহাম্মদ সাইদ। তিনি বলেন, ‘চামড়ার মূল প্রসেসিং হেমায়েতপুরে হয়। এখানে শুধু ফিনিশিং করে। কাজ শেষে বংশাল-সিদ্দিকবাজারে বিক্রি হয়।’
৩০ বছর ধরে চামড়া ব্যবসার সঙ্গে জড়িত মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘হাজারীবাগে এখন শুকনো চামড়ার কাজ হয়। তবে জরুরি দরকার হলে কিছু ট্যানারি হালকা (কাঁচা চামড়া) কাজ করে। এতে সামান্য বর্জ্য হতে পারে।’
সরেজমিনে দেখা গেছে, বর্জ্য হাজারীবাগ খাল হয়ে রায়েরবাজার বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেট দিয়ে বুড়িগঙ্গায় পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাজারীবাগে চামড়াশিল্পের যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। সেখানে ২৫ হেক্টর জায়গাজুড়ে ২৫০ থেকে ২৬০টি ছোট-বড় ট্যানারি গড়ে উঠেছিল। এসব কারখানার বড় অংশ গড়ে ওঠে অপরিকল্পিতভাবে। বর্জ্য ব্যবস্থাপনায় কারখানাগুলোতে বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা ছিল না। ফলে ভয়াবহ পরিবেশদূষণের কবলে পড়ে হাজারীবাগ এলাকাসহ পাশের বুড়িগঙ্গা নদী। পরে ২০০১ সালে দেওয়া আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০০৩ সালে সাভারের হেমায়েতপুরে ১৯৯ একর জমির ওপর চামড়া শিল্পনগর প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়। ২০১৭ সালের ৮ এপ্রিল হাজারীবাগের ট্যানারিপল্লিকে হেমায়েতপুরে স্থানান্তর করা হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যসচিব শরীফ জামিল আজকের পত্রিকাকে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পরিকল্পনার প্রায় ১৪ বছর পর স্থানান্তর করা হয়েছে। ২৫০টি ট্যানারির মধ্যে হেমায়েতপুরে ১৬২টিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সব ট্যানারির জায়গা সেখানে হয়নি। ফলে হাজারীবাগে ট্যানারিসংশ্লিষ্ট অনেক কার্যক্রম এখনো হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। শরীফ জামিল আরও বলেন, পরিবেশদূষণ বন্ধ করতে ট্যানারি নিয়ে রোডম্যাপ করতে হবে। সমন্বিতভাবে চামড়াজাত সব শিল্পকে একটি জায়গায় সরিয়ে নিতে হবে।
হাজারীবাগ এলাকায় নিয়মিত যাতায়াত রয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. মানিকের। তিনি জানান, যখন সব ট্যানারি ছিল, তখন দুর্গন্ধে ওই এলাকায় যাওয়া যেত না। এখনো ওই এলাকায় উৎকট দুর্গন্ধ রয়েছে।
তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘হাজারীবাগে এখন কাঁচা চামড়ার কোনো কার্যক্রম নেই। চামড়াজাত শিল্পের কিছু কারখানা রয়েছে।’ কেমিক্যাল দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করার কোনো কার্যক্রমের বিষয়ে তাঁর জানা নেই বলে দাবি করেন।
হাজারীবাগের ট্যানারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের আওতায় পড়েছে। জানতে চাইলে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যানারি এলাকার বর্জ্য অপসারণের দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের। আমরা শুধু কোরবানির সময় চামড়ার বর্জ্য অপসারণ করি। হাজারীবাগে শুকনো চামড়ার কাজ হয়, তা জানা ছিল না। এমন হয়ে থাকলে ব্যবস্থা নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে অবহিত করব।’
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
তবে ট্যানারিসংশ্লিষ্টদের দাবি, কাঁচা চামড়ার সব কাজ হেমায়েতপুরে হয়, বাকি ফিনিশিং হয় হাজারীবাগে। ফলে দূষণ হয় খুবই সামান্য।
৫ নভেম্বর হাজারীবাগের গজমহল এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানে চামড়াসংশ্লিষ্ট কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার বালুর মাঠ নামক স্থানে শুকানো হচ্ছে গরু ও ছাগলের চামড়া। কিছু চামড়ায় রাসায়নিক স্প্রে করা হচ্ছে। ‘জিয়া লেদার্স’ নামের পাশের একটি কারখানায় ঘূর্ণমান একটি বড় ড্রামে কেমিক্যালের পানিতে চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছিল। সেই ড্রাম ছুঁয়ে কালো পানি পড়ছে ড্রেনে।
তবে কথা হলে জিয়া লেদার্সের প্রতিনিধি সেলিম আহমেদ বলেন, ‘এখানে শুকনো কাম, ভেজা কাম হয় না।’ ড্রামের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রামে চামড়া নরম করে পরে রোদে শুকাই।’
বালুর মাঠে গরুর শুকনো চামড়ায় রং লাগাচ্ছিলেন ট্যানারিশ্রমিক মোহাম্মদ সাইদ। তিনি বলেন, ‘চামড়ার মূল প্রসেসিং হেমায়েতপুরে হয়। এখানে শুধু ফিনিশিং করে। কাজ শেষে বংশাল-সিদ্দিকবাজারে বিক্রি হয়।’
৩০ বছর ধরে চামড়া ব্যবসার সঙ্গে জড়িত মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘হাজারীবাগে এখন শুকনো চামড়ার কাজ হয়। তবে জরুরি দরকার হলে কিছু ট্যানারি হালকা (কাঁচা চামড়া) কাজ করে। এতে সামান্য বর্জ্য হতে পারে।’
সরেজমিনে দেখা গেছে, বর্জ্য হাজারীবাগ খাল হয়ে রায়েরবাজার বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেট দিয়ে বুড়িগঙ্গায় পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাজারীবাগে চামড়াশিল্পের যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। সেখানে ২৫ হেক্টর জায়গাজুড়ে ২৫০ থেকে ২৬০টি ছোট-বড় ট্যানারি গড়ে উঠেছিল। এসব কারখানার বড় অংশ গড়ে ওঠে অপরিকল্পিতভাবে। বর্জ্য ব্যবস্থাপনায় কারখানাগুলোতে বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা ছিল না। ফলে ভয়াবহ পরিবেশদূষণের কবলে পড়ে হাজারীবাগ এলাকাসহ পাশের বুড়িগঙ্গা নদী। পরে ২০০১ সালে দেওয়া আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০০৩ সালে সাভারের হেমায়েতপুরে ১৯৯ একর জমির ওপর চামড়া শিল্পনগর প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়। ২০১৭ সালের ৮ এপ্রিল হাজারীবাগের ট্যানারিপল্লিকে হেমায়েতপুরে স্থানান্তর করা হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যসচিব শরীফ জামিল আজকের পত্রিকাকে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পরিকল্পনার প্রায় ১৪ বছর পর স্থানান্তর করা হয়েছে। ২৫০টি ট্যানারির মধ্যে হেমায়েতপুরে ১৬২টিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সব ট্যানারির জায়গা সেখানে হয়নি। ফলে হাজারীবাগে ট্যানারিসংশ্লিষ্ট অনেক কার্যক্রম এখনো হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। শরীফ জামিল আরও বলেন, পরিবেশদূষণ বন্ধ করতে ট্যানারি নিয়ে রোডম্যাপ করতে হবে। সমন্বিতভাবে চামড়াজাত সব শিল্পকে একটি জায়গায় সরিয়ে নিতে হবে।
হাজারীবাগ এলাকায় নিয়মিত যাতায়াত রয়েছে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. মানিকের। তিনি জানান, যখন সব ট্যানারি ছিল, তখন দুর্গন্ধে ওই এলাকায় যাওয়া যেত না। এখনো ওই এলাকায় উৎকট দুর্গন্ধ রয়েছে।
তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘হাজারীবাগে এখন কাঁচা চামড়ার কোনো কার্যক্রম নেই। চামড়াজাত শিল্পের কিছু কারখানা রয়েছে।’ কেমিক্যাল দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করার কোনো কার্যক্রমের বিষয়ে তাঁর জানা নেই বলে দাবি করেন।
হাজারীবাগের ট্যানারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের আওতায় পড়েছে। জানতে চাইলে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যানারি এলাকার বর্জ্য অপসারণের দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের। আমরা শুধু কোরবানির সময় চামড়ার বর্জ্য অপসারণ করি। হাজারীবাগে শুকনো চামড়ার কাজ হয়, তা জানা ছিল না। এমন হয়ে থাকলে ব্যবস্থা নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে অবহিত করব।’
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
১৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
২৩ মিনিট আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
৪২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে