গাজীপুর সিটি মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা হচ্ছেন জাহাঙ্গীর আলম 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫২
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩৭

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মাসিক সমন্বয় সভায় কাউন্সিলদের (পরিষদ সদস্য) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন। সভায় গাসিকের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরসহ ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জন উপস্থিত ছিলেন।  

সভা সূত্রে জানা গেছে, সভায় গাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও গতি বৃদ্ধির লক্ষ্যে নগর মাতার প্রধান উপদেষ্টা হিসাবে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

সভায় আরও সিদ্ধান্ত হয়, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে দীর্ঘ ২১ মাস মেয়র থেকে বাইরে রেখে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করায় এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। 

একই সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের সময় বেশ কয়েকজন কর্মকর্তা -কর্মচারীর পদোন্নতির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুল হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ। 

গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, প্রথম মাসিক সভায় নির্ধারিত কোনো আলোচ্য সূচি না থাকায় অনির্ধারিত বা বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় অধিকাংশ সদস্য সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন। সভায় বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে কাউন্সিলরদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের জন্যও অধিকাংশ সদস্য প্রস্তাব পেশ করেন। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপিত হয়। এসব প্রস্তাব রেজুলেশনভুক্ত করে আগামী সভায় পাস করার জন্য উত্থাপন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়রের প্যানেল ও স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য আগামী এক মাসের মধ্যে আরও একটি সাধারণ সভা আহ্বান করে তখন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত