নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রশাসনিক জটিলতার কারণে যোগদানের আড়াই মাসেও বেতন পাননি তারা। ইতিমধ্যে বেতন সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা এতদিন বেতন পাননি। তবে এ সমস্যার সমাধান হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন।’
কেন এমন জটিলতা সৃষ্টি হয়েছিল এমন প্রশ্নে ফরিদ আহাম্মদ বলেন, ‘আগে শিক্ষকদের বেতনভাতা আইবাস সফটওয়্যারের মাধ্যমে হতো না। এখন আইবাস প্লাস প্লাস চালু হয়েছে, সে কারণে অর্থ মন্ত্রণালয় বলেছে তারা রাজস্ব খাতের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। আর ডিপিই-তে বলা আছে, প্রকল্প চলাকালীন প্রকল্প খাত থেকে তারা পাবেন, তারপর রাজস্ব খাতে যাবেন। এ নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ সভা হয়েছে। সভায় সমস্যাটির সমাধান হয়েছে। এখন আর তারা রাজস্ব খাত থেকে পাবেন। আইবাস প্লাস প্লাসের সঙ্গে খাপ খাইয়ে এটি করা হয়েছে।’
গত বছরের ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।
ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রশাসনিক জটিলতার কারণে যোগদানের আড়াই মাসেও বেতন পাননি তারা। ইতিমধ্যে বেতন সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা এতদিন বেতন পাননি। তবে এ সমস্যার সমাধান হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন।’
কেন এমন জটিলতা সৃষ্টি হয়েছিল এমন প্রশ্নে ফরিদ আহাম্মদ বলেন, ‘আগে শিক্ষকদের বেতনভাতা আইবাস সফটওয়্যারের মাধ্যমে হতো না। এখন আইবাস প্লাস প্লাস চালু হয়েছে, সে কারণে অর্থ মন্ত্রণালয় বলেছে তারা রাজস্ব খাতের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। আর ডিপিই-তে বলা আছে, প্রকল্প চলাকালীন প্রকল্প খাত থেকে তারা পাবেন, তারপর রাজস্ব খাতে যাবেন। এ নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ সভা হয়েছে। সভায় সমস্যাটির সমাধান হয়েছে। এখন আর তারা রাজস্ব খাত থেকে পাবেন। আইবাস প্লাস প্লাসের সঙ্গে খাপ খাইয়ে এটি করা হয়েছে।’
গত বছরের ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১১ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
১৯ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
২৫ মিনিট আগে