নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। শুরুতে রাজধানীর ৮টি কেন্দ্রে ৫ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে টিকার কোন সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও দেওয়া হবে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আলট্রা লো ফ্রিজার (অতি সংবেদনশীল) আছে। তাই, গ্রামেও দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।
এসএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। টিকা নিয়ে যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আসতে পারে আমরা সেই চেষ্টা করব।
ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন। তাই, সবার টিকার ব্যবস্থা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ১২ বছরের কম বয়সীদের এখনি টিকা নয় বলেও জানান মন্ত্রী।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে। তার সঙ্গে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। শুরুতে রাজধানীর ৮টি কেন্দ্রে ৫ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আজ সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে টিকার কোন সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও দেওয়া হবে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আলট্রা লো ফ্রিজার (অতি সংবেদনশীল) আছে। তাই, গ্রামেও দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।
এসএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। টিকা নিয়ে যাতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা আসতে পারে আমরা সেই চেষ্টা করব।
ড্রপ আউট হোক আর যেই হোক সবার টিকা প্রয়োজন। তাই, সবার টিকার ব্যবস্থা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ১২ বছরের কম বয়সীদের এখনি টিকা নয় বলেও জানান মন্ত্রী।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে। তার সঙ্গে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।”’ আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
৫ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগেনোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস, তাঁদের ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং কন্যা সুমাইয়া আলী ঈশিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে