নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আনিসুল হককে। পরে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবিব।
শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আল আমিন হোসেন ওই আন্দোলনে যোগ দেন। বেলা সাড়ে ৩টার সময় বাড্ডা থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আল আমিনের মা গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও পুলিশ সদস্যরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন, আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে। এই কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁকে রিমান্ডে নেবেন বলে জানা গেছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আনিসুল হককে। পরে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবিব।
শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আল আমিন হোসেন ওই আন্দোলনে যোগ দেন। বেলা সাড়ে ৩টার সময় বাড্ডা থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বট গাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আল আমিনের মা গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও পুলিশ সদস্যরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন, আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে। এই কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁকে রিমান্ডে নেবেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
৩৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
৪৩ মিনিট আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে