মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 
Thumbnail image
মেঘনা সেতুতে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকাগামী মাইক্রোবাসচালক রবিন বলেন, ‘ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভাটেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন ঢাকা পৌঁছাব। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক রফিক মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। তাঁর সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।

মেঘনা সেতুতে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা
মেঘনা সেতুতে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, অফিসগামী যাত্রীরা হেঁটে মেঘনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত