Ajker Patrika

শিয়াল নিয়ে গেল শিশুকে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৩: ৫১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে শেয়ালের কামড়ে আরাফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, ওই গ্রামের মো. লিংকন মিয়ার ১৯ মাস বয়সী একমাত্র শিশুসন্তান আরাফ বাবা-মায়ের সঙ্গে ইফতার করে। এর একটু পরই শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে এলে একটি শেয়াল তার গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। শেয়ালটি পাগলা ছিল বলে ধারণা তাদের।

এরপর শিশুটির স্বজনেরা তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের জঙ্গলে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ পান তাঁরা। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে শিশুটির বাবা লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত