উত্তরা প্রতিনিধি, ঢাকা
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩০ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে