কিশোরগঞ্জের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২১: ৩৭
Thumbnail image
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ (৮৬)। ছবি: সংগৃহীত

তৎকালীন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ মুক্তকারী মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা বিএনপির অন্যতম নেতা এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তিনি ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচন করেন এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর তাঁর নেতৃত্ব কিশোরগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হয়।

মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত