নড়াইলে ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৯
Thumbnail image

নড়াইলে ভাষাসৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন আজ বৃহস্পতিবার সকালে বার্ধক্যের কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। রিজিয়া খাতুনসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালীদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে জেলায় প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। 

এদিকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষাসৈনিক রিজিয়া খাতুনের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। পরে বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত