সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এর সঙ্গে যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপির বিধায়ক শুভেন্দু অধিকারী।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে জুস, কুড়ার তেল ও গার্মেন্টস সামগ্রী।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ করা হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এদিকে, ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর-দুরন্ত থেকে আগত ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাঁদের জানা না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হন। বন্দরে এসে তাঁরা ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে পাটকেলঘাটার আবেদ আলী জানান, ‘ঘোজাডাঙ্গা অবরোধের খবরতো আমার জানা ছিল না। তাই এসেছি। ভোমরাতে এসে দেখি ইমিগ্রেশন বন্ধ। ফেরত যাওয়া ছাড়া পথ নেই।’
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন, ‘অবরোধ উঠে যাওয়ার আশা করছি আজ বিকেলেই। তখন হয়তো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এর সঙ্গে যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপির বিধায়ক শুভেন্দু অধিকারী।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে জুস, কুড়ার তেল ও গার্মেন্টস সামগ্রী।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ করা হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এদিকে, ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর-দুরন্ত থেকে আগত ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাঁদের জানা না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হন। বন্দরে এসে তাঁরা ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে পাটকেলঘাটার আবেদ আলী জানান, ‘ঘোজাডাঙ্গা অবরোধের খবরতো আমার জানা ছিল না। তাই এসেছি। ভোমরাতে এসে দেখি ইমিগ্রেশন বন্ধ। ফেরত যাওয়া ছাড়া পথ নেই।’
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন, ‘অবরোধ উঠে যাওয়ার আশা করছি আজ বিকেলেই। তখন হয়তো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’
শ্রুতিলেখক না পাওয়ায় এসএসসি পরীক্ষায় বসেও তেমন কিছু লিখতে পারেনি চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী সাত শিক্ষার্থী। সংশ্লিষ্ট বিদ্যালয় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে নগরীর বাংলাদেশ
১৩ মিনিট আগেঢাকার সাভারে বান্ধবীর দাওয়াতে গিয়ে তাঁর স্বামীর ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। চেতনানাশক বড়ি সেবন করিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেছেন। গত রোববারের এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় অভিযোগ দেওয়া হয়।
২০ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজ্ঞানীরা গান্ধি ও স্যাপ বিটল নামের নতুন দুটি পোকার জাত শনাক্ত করেছেন। এর মধ্যে গান্ধি পোকা লিচুতে আর স্যাপ বিটল লাউয়ে আক্রমণ করে থাকে। সিকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি শনাক্ত করেন।
২৪ মিনিট আগেসিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনকে আসামি করা হয়েছে।
২৭ মিনিট আগে